গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: সেলিম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, উপস্থাপনা ও ধারাবর্ণনায় ছিলেন, টুর্নামেন্ট নির্বাচন উপকমিটির সদস্য ও কালিয়াকৈর সাহিত্য পরিষদ এর সভাপতি কবি ও শিক্ষক জনাব এইচ এম উজ্জ্বল, কালিয়াকৈর পৌরভার ১নং ওর্য়াডের কাউন্সিলর মাসুম আলী, গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কেরামত আলী, তুরাগ স্পোর্টিং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল হালিমসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ।
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করবেন উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার দল। উদ্বোধনী অনুষ্ঠানে মোট ছয়টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে বোয়ালী ইউনিয়ন পরিষদের দল, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের দলকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে কালিয়াকৈর পৌরসভার দল অপরদিকে চাপাইর ইউনিয়ন পরিষদের দলকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের দল।
আগামী ১৬ ই জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।