“শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আন্তঃ উপজেলা বার্ষিক বির্তক প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩/২৪ এর পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে মঙ্গলবার সকালে বাংলাদেশ ধস;অ্যাডভেন্টিস্ট সেমিনারী স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে এ বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সেলিম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, খাজা বদরুদদোজা র্মডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: বখতিয়ার, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো: আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন রানা, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, আতোয়ার হোসেন দুলালসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষর্থীরা ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।
মোট ৭২ টি বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে এই বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল বির্তক প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন পক্ষে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে ট্যালেন্টপুল উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এতে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।