কালিয়াকৈর উপজেলার ভাউমান টালাবহ এলাকায় বেড়াতে গিয়ে বগাবাড়ি বিলে নৌকা ডুবে মা ও ছেলে নিখোঁজ ১৬ ঘন্টা পর মঙ্গলবার দুপুরে মায়ের মরাদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। তবে এখনও ছেলের মরাদেহ উদ্ধার হয়নি। তিন সদস্য বেঁচে গেলেও মা ছেলে নিখোঁজ হয়। মরাদেহ ভাউমান টালাবহ এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তারের। তার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ এখনও নিখোঁজ রয়েছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ভাসমান টালাবহ এলাকায় বাবা সাইফুলের বাড়ি ১৪ দিন আগে ছেলে আব্দুল্লাকে নিয়ে বেড়াতে আসেন নিহত সাদিয়া।
সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভাউমান টালাবহ এলাকার ফরমান উদ্দিন (সাদিয়ার দাদা) তার স্ত্রী, নাতনি মরিয়ম ও সাদিয়া ও সাদিয়ার ২বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ীর পাশের বগাবিলে নৌকা নিয়ে বেড়াতে যায়। ওখানে একটি ব্রিজের নিচে যাবার সময় উজানের পানিশ্রুতে নৌকা ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে তলিয়ে যায়।
এসময় স্থানীয়রা তিনজনকে উদ্ধার করলেও সাদিয়া ও তার শিশু সন্তান আব্দুল্লাহকে খুঁজে পাইনি। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত আটটা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ওই দিনের মতো উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস ডুবুরি দল। পরে মঙ্গলবার ভোর ৬ টা থেকে আবার উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বেলা এগারোটার দিকে মা সাদিয়ার লাশ মাছ ধরা জালের সাথে পেচানো অবস্থায় উদ্ধার করে। এ রির্পোট বিকাল ৫ টায় লেখার আগ পর্যন্ত শিশু আব্দুল্লার লাশ উদ্ধার হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুপুরে ওই বিল থেকে মায়ের মরাদেহ উদ্ধার করলেও শিশুর খোঁজ পায়নি।