সার্বজনীন পেনশন স্কিম বিধিমালা হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের (বিডিইউ) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন।
বুধবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহবানে শিক্ষক সমিতি এ কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: আশরাফুজ্জামান, প্রভাষক মোহাম্মদ সানাউল্লাহসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়া সকালে বিডিইউ প্রশাসনিক ভবনের সামনে বিডিইউ এর সকল কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ৭ জুলাই থেকে কর্মবিরতি পালন করে আসছেন।
এ সময় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শাহীনুল কবির, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এজাজ ইকবাল, সরকারি রেজিস্টার মুস্তাফিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।