গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় মঙ্গলবার বিকেলে গরুভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নাহিদ হাসান নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত নাহিদ হাসান (২৩) কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী, নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, নাহিদ হাসান একটি মটরসাইকেল ক্রয় করে বিকেল সাড়ে ৫ টার দিকে নতুন ওই মটরসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে ফুলবাড়ীয়া বাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের বড়চালা নামক স্থানে পৌছালে বিপরীত দিক হতে আসা গরুভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী নাহিদ হাসান মৃত্যু হয়। খবর পেয়ে ফুলবাড়ীয়া ফাড়ি পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে।
কালিয়াকৈরের ফুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহেল মোল্লা বলেন, নিহতের লাশ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।