গাজীপুর

কালিয়াকৈরে কয়লা তৈরি চুলা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গোবিন্দপুর এলাকায় সোমবার বন বিভাগের অভিযানে অবৈধ কয়লা তৈরির ২০টি চুলা উচ্ছেদ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন কর্মকর্তা রেজাউল আলম, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা, বোয়ালী বিট অফিসার, গোবিন্দপুর সাববিট অফিসের স্ট্যাফ সহ বন বিভাগের সদস্য বৃন্দ।

এলাকা বাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু ব্যক্তি বনের জমিতে কয়লার চুল্লী তৈরি করে রাতের আধারে বনের গাছ কেটে কয়লা তৈরি করে বিভিন্ন যায়গায় বিক্রি করে আসছিলো। এসব চুল্লীর কারণে আশপাশে থাকা সাধারণত মানুষের ঘর বাড়ি চুল্লীর ধুঁয়ায় নষ্ট হয় এবং এসব চুল্লীর ধুঁয়ার কারণে পরিবেশ সহ নষ্ট হচ্ছে। ওই এলাকার সোহেল রানা, নূরুল হাজ্বী, নূরু মিয়া, রানা শিকদার, কাবেল মিয়া, আলমগীর হোসেন, আব্দুর রহমান রাতের আধারে বনের গাছ কেটে কয়লা তৈরি করে বিভিন্ন যায়গায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে জেলা সহকারী বন কর্মকর্তা রেজাউল আলমের নেতৃত্বে সোমবার রশিদপুর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে তৈরি হওয়া চুলা ধ্বংস করা হয়েছে।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, উপজেলার রশিদপুর গোবিন্দপুর এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সরকারি গাছ কেটে রাতের আঁধারে চুলায় কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। রশিদপুর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে তৈরি হওয়া চুলা ধ্বংস করা হয়েছে। তবে বন বিভাগের এ অভিযান চলমান থাকবে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker