গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কালিয়াকৈর উপজেলার সকল দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, স্থানী গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহম্মেদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এ সময় বক্তব্যে আইনশৃঙ্খল ও মাদক নিয়ন্ত্রণ, আর্থসামাজিকসহ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সেই সাথে তিনি সাংবাদিকদের সাথে দুরত্ব কমিয়ে কাজ করার জন্য সরকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা খাতুন, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: সাহাব উদ্দিন আহসান, মো: নাছির উদ্দিন, কালিয়াকৈর প্রেসক্লাবের র্নিবাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা উপ- কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম সহ বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদরা উপস্থিত ছিলেন।
পরে বক্তারা এ সময় কালিয়াকৈর উপজেলার মাদক সহ বিভিন্ন মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন।