গাজীপুর

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান, কোটি টাকা মূল্যের জমি উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের জমিতে গড়ে উঠা প্রায় দের শতধিক দোকান অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা বন বিভাগ।

রোববার (৫ মে) দুপুরে উপজেলার পূর্ব চান্দরা রেললাইন মাটিকাটা বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, কালিয়াকৈর চন্দ্রা রেজ্ঞ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা আব্দুল মান্নান, মৌচাক বিট কর্মকর্তা সাইফুল ইসলাম বারী, বোয়ালী বিট কর্মকর্তা ইউসুফ হোসেন, কাশিমপুর বিট কর্মকর্তা সোলাইমান হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা। দুপুর ১ টা থেকে বিকাল পাঁচটা র্পযন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম জানান, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিট এর আওতাধীন মাটিকাটা রেললাইন বাজার এলাকায় কিছু জবরদখল কারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মান করে আসছিলো উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাসের নেতৃত্বে আজকের এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানিয়েছেন আজকের এ উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর (১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা। তিনি আরো জানান, উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে, গাছে লাগিয়ে দেওয়া হবে।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker