গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজার এলাকায় বুধবার দুপুরে থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশাল শ্রমিক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল গাজী। থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইউসুফ মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ দুলাল আহম্মেদ, সাধারণ সম্পাদক হাজী হারিজউজ্জামান খাঁন প্রমুখ।