কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
ফুলকুড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের আয়োজনে বার্ষিক সমাপনি ও যুব সমাজকে মাদক থেকে সচেতন করতে মাদক বিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর র্পূবপাড়া এলাকায় ফুলকুড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এম তুষারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সাংংস্কুতিক সন্ধ্যায় এসময় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর -১ আসনের নৌকার প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড.আকম মোজাম্মেল হক এমপির কন্যা রত্না আক্তার প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের র্নিবাহী সভাপতি সরকার আব্দুল আলীম,সাধারন সম্পাদক মাহবুব হাসান মেহেদী,সাইদ সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ,অভিভাবক ও সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। পরে ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন ।