গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি ভাতারিয়া এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিজান মিয়ার আধাপাকা টিনসেট বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা আনুমানিক সারে সাতটার দিকে ভাড়াটিয়ার রুম থেকে আগুনের সূত্রপাত।
পর মূহুর্তে পাশের অন্যান্য রুমে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে স্থানীয়রা কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইলেকট্রনিক সটসার্কিট আগুনের সূত্রপাত তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দের ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।