কালিয়াকৈরে ডিভাইং নামক তৈরি পোষাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
শুক্রবার বিকাল ৪ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ডিভাইং কারখানার ফেব্রিক্সের গোডাউনের ২ তালায়।
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার। কারখানা বন্ধ থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছে কারখানা কতৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে তবে এই রিপোর্ট লেখা পযন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, বিকাল ৪ টার দিকে আগুন লাগে তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।