পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর নলীপাড়া এলাকায় শুক্রবার (৬ অক্টোবর ভোরে মাটির ঘরের দেয়াল ধসে স্বামী স্ত্রী নিহতের
ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন রতপুর নলীপাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে ইমারত আলীর ও তার স্ত্রী আছিয়া বেগম। নিহত ঐ দম্পতি মাটির রুমেই থাকতেন। স্থানীয়রা ও নিহতের পরিবার সূত্রে জানাযায় নিহত দম্পতি পুরানো মাটির ঘরেই র্দীঘদিন যাবত বসবাস করে আসছেন গতকাল সারাদিন বৃষ্টির কারনে রাত নয়টার দিকে দুজনেই খাওয়া দাওয়া সেওে ঘুমিয়ে পরেন।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ার কারনে ঐ পুরানো অর্ধশত বর্ষি মাটির ঘরের একপাশের দেয়াল কিছুটা নরম হয়ে যায়। এদিকে মধ্যরাতের যে কোন সময় ঐ মাটির ঘরের উত্তর পাশের দেয়াল ধসে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী দুজনেই মারা যান। তার দক্ষিন পাশেই আছে ইটের তৈরি দুইটি কক্ষে সেখানে নিহত দম্পতির একমাত্র ছেলে ফারুখ হোসেন তার দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন।
পরে শুক্রবার ভোরে বাড়ির অন্যান্য সদস্যরা দেখতে পান ঐ মাটির ঘরের এক পাশের দেয়াল ধসে পড়েছে। তলে চাপা পড়েছে ঐ নিহত দম্পতি। পরে নিহতদের লাশ মাটির নিচ থেকে উদ্ধার করে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। নিহত দম্পতির একমাত্র ছেলে ফারুখ জানান আমি স্থানীয় একটি কারখানায় চাকরী করি কাল রাতে দশটার দিকে বাড়িতে আসি কারখানা থেকে।
এসে দেখি বাবা মা দুজনেই খেয়ে ঘুমিয়ে পরেছে তাই রাতে আর তাদেও ডাকিনি। কে যানে সকালে ঘুম থেকে উঠেই তাদেও মৃতদেহ দেখতে হবে। আমি কতবার নিষেধ করেছি যে ঐ মাটির ঘরে থাকতে হবে না বাবা মা আমাদের কোন কথাই শুনতো না অনেক দিনের পুরানো ঘর সেখানেই তারা থাকতেন। ঘটনার সত্যত্য নিশ্চিত করে মৌচাক ইউপির ৮নং ওয়ার্ডেও মেম্বার আব্দুল বাতেন বলেন অতিরিক্ত বৃষ্টির কারনেঐ মাটির ঘরের দেয়াল নরম হয়ে যায় তবে অনেক দিনের পুরানো ঘর এটি। নিহত দম্পতির জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।