লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) সকালের দিকে তিস্তার চর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে একই এলাকা থেকে অজ্ঞাত আরো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে থেকে পানি কমতে থাকে তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। শুক্রবার সকালে একই এলাকায় আরও এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক দু’জনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে তিস্তা নদী তীরে এক যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ একই এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা ভারতের নাগরিক।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.