লালমনিরহাট

সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সীমান্ত হতে  বিজিবি আটককৃত সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষন মাঠে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টর কমান্ডার উপ-পরিচালক কর্নেল মোঃ ইয়াছির জাহান হোসেন।

লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি প্রশিক্ষণ মাঠে  এ ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে:কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
Image
এ সময় ভারতীয় ফেন্সিডিল, গাঁজাসহ ৪ কোটি ৪৭ লক্ষ ১৯ হাজার টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
Image
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজিবি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দেশ ও জাতি গঠনেও কাজ করছে। চোরাচালান রোধ,মাদককারবারীদের আটক সহ সীমান্তবাসীদের জন্য সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে।তাছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
Image
এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ বিভাগের কর্মকর্তাগন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ সুশীল সমাজের নাগরিক,  সাংবাদিক, শিক্ষার্থী সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker