স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন- লেখাপড়ার মান উন্নয়ন, ইভটিজিং, বাল্যবিবাহ এবং মাদক থেকে শিক্ষার্থী রক্ষা করার জন্য সর্বপ্রথম অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক ব্যাপক ভয়াবহ, এর থাবা জীবন নিপিড়ন হয়ে পড়ে। অভিভাবক সচেতন থাকলে শিক্ষার্থীরা আলোর পথ হারাবে না।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে ‘রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ে’ আয়োজিত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রুদ্র বযড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্যদ এর সভাপতি বেগম জোহরা লতীফ এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুর রহমান বাছেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।