কালিয়াকৈরগাজীপুর

কালিয়াকৈরে একদিনের টানা র্বষনে পানিতে ডুবে গেছে বিভিন্ন রাস্তাঘাট

পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে টানা একদিনের র্বষনে উপজেলার হরিনহাটি ও বিশ্বাস পাড়া এলাকায় পানি বন্ধি হয়ে হয়ে আছে প্রায় দুই লক্ষাধিক পরিবার। এছাড়াও অতিরিক্ত বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন স্থানে তলিয়ে গেছে পথঘাট ,বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পানি নিস্কাশনের ড্রেন ফলে ময়লা পানিতে তলিয়ে গেছে বিভিন্ন বাসাবাড়ি ।

এ ছাড়াও একদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কালিয়াকৈর শিল্পাঞ্চল। রাস্তাাঘাট, বাজার, আঞ্চলিক সড়কের কিছু কিছ জায়গা ডুবে গেছে পানিতে। কোথাও কোথাও পানি উঠে পড়েছে বাসা বাড়িতেও। এমন বাস্তবতায় চরম বিপাকে পড়েছেন ওই অঞ্চলে বসবাসরত মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ নিম্ন আয়ের পেশাজীবী মানুষেরা। স্থানীয়রা জানায়, পানি নিষ্কাশনে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এ অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় কোথাও কোথাও ড্রেনের দুষিত পানি উঠে আসে রাস্তায় এতে পানিবাহিত রোগে আক্রান্ত হয় অনেকেই ।

কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি,বিশ্বাসপাড়া ,হাবিবপুর, উলোসারা, মোল্লাপাড়া, জোরাপাম্প এলাকায় শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, হাটু থেকে কোমর পর্যন্ত পানি,কোথায় কোথাও আবার গলাঅবদি। এদিকে এসব আঞ্চলিক সড়ক গুলোতে চলাচলরত রিকসা ভ্যান ইজিবাইক,থ্রি হুইলার সংকটে অনেকেই বাধ্য হয়ে এ পানিতেই চলাচল করেছেন।

মাঝে মধ্যে বিকল হতে দেখা গেছে যানাবাহন, ঘটেছে দুর্ঘটনাও। শুধু সড়কই নয়, বাসা বাড়িতেও পানি প্রবেশ করায় কারখানার শ্রমিকদের রান্না করতে না পাড়ায় খাবার সংকটে দিন পার করতে হয়েছে। বিশ্বাসপাড়া এলাকার পোশাক কারখানার কর্মী শাহনাজ বেগম বলেন, ‘সারা সপ্তাহ আমরা গার্মেন্টসে কাজ করি আজ শুক্রবারের দিনটা বাজার করি, কিন্তু বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে
বিশ্বাসপাড়ার তিন দিকের সড়ক সব তলিয়ে গেছে। পানি আমার বাসাতেও উঠে গেছে। এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি কষ্ট আমাদের শ্রমিকদেরই।’

এলাকার বাসিন্দা তমিজ উদ্দিন বলেন, ‘এ এলাকার জলাবদ্ধতার সমস্যা অনেক দিনের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যায়।এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমি,র তিন নাম্বার গেইট হতে হাবিবপুর ও লিটন মার্কেট হতে বিশ্বাসপাড়া ঝিকঝাক মাঠ এলাকা সহ গুরুত্বপূণ সড়কে পানি জমে থাকে।’ হরিনহাটি এলাকার বাসিন্দা সোলাইমান হোসেন জানান এপেক্স ফুটয়্যার হতে হরিহাটি শেষ মোর র্পযন্ত সড়ক প্রায় স্থানেই ডুবে গেছে পানি প্রবেশ করেছে বাসা বাড়িতে । এদিকে বিভিন্ন
অলিগলিতেও পানি ।

এ এলাকার স্থানীয়রা আরো জানান পৌর এলাকায় ময়লা পানি নিস্কাশনের জন্য নেই যতেষ্ঠ ড্রেনেজ ব্যবস্থা। অপরদিকে যেখানে ড্রেন আছে তাও ময়লা আর্বজনায় পরিপূর্ন ।অপরকল্পিত বাসা বাড়ি তৈরি হচ্ছে নিত্য নতুন আবার সেই বাড়ির সামনে সারা বছর পানি জমে থাকে ।

রাস্তা দিয়ে হাটার সময় রিকসা ভ্যানের চাকার ময়লা ছিটকে আসে শরীরে। পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম বলেন বৃষ্টি হলেই পানি জমে অপরিকল্পিত বাসা বাড়ির কারনে তাছারা অনেক বাড়িতে ময়লা ফেলার জন্য ড্রাম দেয়া থাকলেও অনেকেই ময়লা ফেলে ড্রেনে যার ফলে পানি সহজে চলাচল করতে পারেনা। পৌরসভার পরিছন্ন কর্মীদের দিয়ে নিয়মিত ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়। তাছাড়া বৃষ্টি হলে পানি যেতে একটু সময় লাগে


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker