আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ৩য় ধাপে অনুষ্ঠিত হবে মাদারগঞ্জ উপজেলার নির্বাচন। শনিবার রাত ৮ টায় চরপাকেরদহ ইউনিয়নের রুকনাই নিশ্চিন্তপুর নামক স্থানে চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু (কাপ পিরিচ) মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভাপতি সহ ৩ জনের বক্তব্যের মধ্যেই মিটিং শেষ হয় এবং প্রার্থীসহ সাথে থাকা লোকজন চলে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী চলে যাওয়ার কিছুক্ষন পর পরিকল্পিত ভাবে (কাপ পিরিচ) এর সমর্থকদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে (দোয়াত কলম) মার্কার নেতা ও সমর্থকরা। হামলায় ৫ জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ১৪ জনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন কে বিবাদী করে মাদারগঞ্জ মডেল থানা বরাবর অভিযোগ দায়ের করেন (কাপ পিরিচ) মার্কার সমর্থক হুমায়ুন কবির।
চেয়ারম্যান প্রার্থী রায়হান রহমতুল্ল্যাহ রিমু জানান, (দোয়াত কলম) মার্কার নেতা, কর্মীরা (কাপ পিরিচ) মার্কার কর্মী সমর্থকদের উপর বাড়ীতে গিয়ে হুমকী, উঠান বৈঠকে হামলা, বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করতেছে তারা।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।