জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের শেহড়াতলী গ্রামে পানিতে ডুবে দ্বীপ্ত (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
দ্বীপ্ত ওই গ্রামের বাসিন্দা ও নান্দিনা জেনারেল হাসপাতাল(প্রাঃ) অপারেশন থিয়েটারের অটিবয় আসাদুল ইসলাম আসাদের ছেলে। দ্বীপ্ত শাহীন স্কুল এন্ড কলেজ, নান্দিনা শাখাতে চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ীর পাশে একটি মাঠে কয়েকজন শিশুর সাথে দ্বীপ্ত ফুটবল খেলছিল। এসময় বলটি পাশের ডোবায় গিয়ে পড়ে। দ্বীপ্ত ডোবা থেকে বলটি আনতে যায়। কিন্তু পানির তীব্র স্রোতে সে তলিয়ে যায় এবং ডোবার পানিতে কচুরী পানার নিচে শ্বাসরোধে মারা যায়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। দ্বীপ্তর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রবিবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিণাকান্দা নলকুড়ি গ্রামের একটি পুকুরে গোসল করতে যায় ওই এলাকার উমর আলীর মেয়ে উর্মি (৮) ও চান মিয়ার মেয়ে তাসফিহিম (৯) গোসল করার এক পর্যায়ে তারা উভয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পরিবারের লোকজন দুজনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জামালপুর জেলায় গত দুই দিনে ৭ জন পানিতে ডুবে মারা গেল।