জামালপুরের মাদারগঞ্জে ভিজিএফ এর ৫৮ বস্তা চাল জব্দ করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার রাত আনুমানিক ১২ টার সময় উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর পাকা রাস্তার মোড় থেকে মাহিন্দ্র গাড়ী সহ ৫৮ বস্তা ভিজিএফ এর চাল আটক করে জনসাধারণ।
৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ এসে গাড়ীসহ ৫৮ বস্তা ভিজিএফ এর চাল জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।
ডাইভার সিহাব জানান, আমাকে অন্য কথা বলে নিয়ে আসছিল এসে দেখি ভিজিএফ চাল ছিল, মোশারফ হোসেনের এবং বিক্রি করে আলমগীর এর কাছে ভেলামারী এলাকায় নিয়ে যাইতে বলছিল। পথের মধ্যে জনসাধারণের সন্দেহ হলে গাড়ী আটকিয়ে দেয় এবং পুলিশ এসে নিয়ে যায়। মোশারফ হোসেন এর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে কল ধরেন নি।
এ ব্যাপারে ইউপি সদস্য ঠান্ডু মিয়া জানান, যোগাযোগ করার চেষ্টা করেও কল ধরেনি।
গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ এর সাথে মোবাইলে যোগাযোগ করলে বলেন, আমি পরে কথা বলছি বলে লাইন কেটে দেন। বার বার ফোন দিলেও ধরেন নি তিনি।
মাদারগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন জানান, জনসাধারণ কালোবাজারি চাল আটক করছে আমরা গিয়ে থানায় নিয়ে আসি এবং এ ঘটনায় তৎখনাত জড়িত কাউকে পাওয়া যায়নি, চাল জব্দের পর একটি জিডি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, চাল জব্দ করা হয়েছে তবে এইটা যে সরকারি চাল তার কোন প্রমাণ নেই। যারা চাল ধরিয়ে দিয়েছে তারা যদি প্রমান করতে পারে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।