জামালপুরের মাদারগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করলেন নূর মোহাম্মদ।
১৪ জুলাই/২০২৪ বিকালে ইউএনও অফিসে অনানুষ্ঠানিক ভাবে নতুন ওসি নূর মোহাম্মদ কে বরণ ও সদ্য সাবেক ওসি মাহমুদুল হাসান কে বিদায় জানানো হয়। সর্ব প্রথম নারায়ণগঞ্জ সদর থানায় এস আই পদে যোগদান করেন নূর মোহাম্মদ।
১৯৮২ সালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বালিগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
উল্লেখ্য যে, সর্বশেষ তিনি জামালপুরের নরুন্দী তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ওসি নূর মোহাম্মদ।