গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে আইরিশ ফেব্রীক্স ও আইরিশ নীটওয়্যার কারখানার শ্রমিকরা ।এসময় শ্রমকিরা দ্রুত বন্ধ কারখানা খুলে দেয়ার জন্য মালিক পক্ষের কাছে আহবান জানান ।
শ্রমিকদের পক্ষে আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন কোয়ালিটি সুপারভাইজার আশিকুর রহমান,সুইং অপারেটর ঝোবাইদুর রহমান ,অপারেটর মর্জিনা বেগম,ম্যান্টেনেন্স লিডার রাব্বী ইসলাম শরিফুল ইসলাম প্রমুখ ।
এসময় বক্তারা বলেন আমরা কারখানা খুলা চাই ,র্কম করে বাচতে চাই ,তাই কারখানার মালিক পক্ষের কাছে বিশেষ ভাবে অনুরোধ অতি দ্রত
বন্ধ কারখানা চালু করে দেয়া হোক। এমনিতেই নিত্যপন্যে বাজার দ্রব্যমুলের যে অগ্রগতি সেখানে এই বেতনে চলতে সমস্যা হয়। তারপর যদি কারখানা বন্ধ থাকে তাহলে তো বেতন থেকে টাকা কাটা হবে ।বেতন কাটলে পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হবে ।
তাছাড়া ২৬ জানুয়ারী কারখানার নতুন নিয়োগ প্রাপ্ত কিছু শ্রমিকরা আন্দোলন করে ।তাদের সাথে আমরা পুরাতন শ্রমকিরা কোনভাবেই জড়িত নই। আমরা কারখানা কতৃপক্ষের কাছে দাবী জানাই যারা এ হামলার সাথে জড়িত তাদের চিহিৃত করে আইনের আওতায় এনে আমাদের কারখানা চালু করে দেয়া হোক ।
উল্লেখ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি কারখানা শ্রমিকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার মুল্যমান জিনিস পত্র ভাংচুর করে ।এসময় কয়েকজন স্টাফ এ ঘটনায় আহত হয় ।পরে ২৭ জানুয়ারি থেকে কারখানাটিকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কারখানা কতৃপক্ষ ।