গাজীপুরের কালিয়াকৈরে পৃথক দুটি বিদ্যালয়ে বাঙ্গালী ষোল আনা ধরে রাখতে ও গ্রামীন ঐতিহৃবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বিকালে উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সফিপুর মডেল স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয় ।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক প্রদীপ বর্মন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল,ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী ,যুবদল নেতা ইয়ামিন প্রমুখ ।
অপরদিকে উপজেলার মৌচাক জামতলা এলাকায় শুক্রবার বিকাল তিনটার দিকে মৌচাক আর্দশ বিদ্যানিকেতন স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইউসুফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহবায়ক অ্যাড.রফিকুল ইসলাম।
রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম,মৌচাক ইউপির সাবেক মহিলা মেম্বার শাহানাজ আক্তার প্রমুখ ।এসময় পিঠা উৎসবে দুর দুরান্ত থেকে আগত পিঠা প্রেমিরাসহ শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।