গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর এলাকায় যুবদল নেতা রাশেদুল ইসলামের বাড়িতে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসময় ওই বাড়ির ১ দোকান সহ ৬ টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায় ।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় রবিউল ইসলাম (২৬) নামের দোকানদার আহত হয়েছেন ।আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ওই বাড়ির ভাড়াটিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের অন্যান্য অন্যান্য কক্ষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে সাতটায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণও আগুন লাগার কারণ জানাতে পারেন ফায়ার সার্ভিস । এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ রাইফুজ জামান বলেন দুই ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।