জাতীয়
আ. লীগ কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনি
রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, শেখ হাসিনা চলে আসবেন।
এদিকে নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
এই কর্মসূচি প্রতিহত করতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা ছাড়া স্বৈরাচারী দলটির কোনো নেতাকর্মীকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
`