গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিসবাথান এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করে প্রজ্ঞাপন জারির দাবিতে শনিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তৃতা করেন, শিক্ষার্থী- তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাফিউল রাব্বি জাহিদ, মোঃ ফয়সাল আহম্মেদ, মাস্তরা জাহান মারিয়া, রোকসানা আক্তার রজনী প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ৫ আগষ্টের শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একমত হয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হবে।
এ প্রস্তাবনায় সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট আবেদনপত্র পাঠায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
এরই মধ্যে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাবনা গৃহীত হয়েছে।
কিন্তু এ ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমরা ছাত্র-প্রতিনিধিসহ সবাই গণস্বাক্ষর দিয়ে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামটি চেয়েছি। কিন্তু এত বিলম্ব কেন করা হচ্ছে? আমরা সবাই একযোগে চাই, খুব দ্রত প্রজ্ঞাপনটি জারি করা হোক।