গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া আকুলিচালা এলাকায় দিবাগত বুধবার রাত দশটার দিকে ড্রাম ট্রাকের চাপায় কাকুলি আক্তার(২৭) নামের নারী পোষাক শ্রমীকের মৃত্যু হয়েছে ।এ ঘটনায় বিক্ষুপ্ত জনতা ওই ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয় ।
পরে খবর পেয়ে ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে ।নিহত নারী হলেন উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব চানপুর গ্রামের নাহিদ দেওয়ানের স্ত্রী ।
তিনি ওই এলাকার এসেনশিয়্যাল ফ্যাসন লিমিটেড কারখানায় চাকরী করতেন ।কারখানা ছুটি শেষে ফেরার পথে তিনি এ দূর্ঘটনার শিকার হন ।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় বুধবার রাত দশটার দিকে স্থানীয় এসেনশিয়্যাল ফ্যাশন কারখানার ছুটির সময় শ্রমিকরা বাড়ি ফিরছিলেন ।এসময় ফুলবাড়িয়া টু মৌচাক আঞ্চলিক সড়কের মধ্যপাড়া আকুলিচালা এলাকায় একটি ড্রাম ট্রাক বেপরোয়া গতিতে শ্রমিকদের চাপা দেয় ।এসময় ঘটনাস্থলেই কাকলি আক্তার নিহত হন ।
পরে স্থানীয়রা ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ঘাতক ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দিলে কৌশলে ড্রাম ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পলিয়ে যায় ।পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সাভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন,ম াটির ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।