চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে ও আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নিষিদ্ধের দাবিতে বুধবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বিক্ষোভ করেছে সাধারন মুসুল্লিম জনতা ।
এসময় মুসুল্লিম জনতারা’ভারতীয় আগ্রাসন রুখে দাও, উগ্রবাদেও ঠিকানা এই বাংলায় হবেনা,ইসকন সনাতন এক নয় ,দিল্লি না ঢাকা,দালালী না রাজপথ,হিন্দু মুসলিম ভাই ভাই ইসকনের রক্ষা নাই,স্বৈরাচারের সঙ্গী ইসকন তুই জঙ্গী,সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা এ ¯েøাগানে
সফিপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন ।বিক্ষোভ মিছিলটি সফিপুর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে সফিপুর মর্ডান হাসপাতালের সামনে এসে শেষ হয় ।
এসময় পথসভার বক্তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে একজন দেশপ্রেমিক আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ইসকন বাংলাদেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে।
তাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ নাজুক পরিস্থিতি অতিবাহিত করছে। এমতাবস্থায় জল ঘোলা করে মাছ শিকারের তৎপরতা চালাচ্ছে ফ্যাসিবাদীর দোসর ও ভারতের দালালেরা।
এই ষড়যন্ত্র সাধারন মানুষ সফল হতে দিবেনা ।
এসময় বক্তারা আগামী শুক্রবার জুম্মার নামাজের পর প্রত্যেক মসজিদ থেকে নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের করার আহব্বান জানান ।বিক্ষোভ মিছিলে এসময় বক্তব্য রাখেন হাফেজ মো: আনিসুর রহমান,মাওলানা আব্দুল্লা আল মামুন
হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম,হাসান ইমাম প্রমূখ ।
প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গত মঙ্গলবার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে আটক করে ডিবি পুলিশ ।
এই ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামে সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটে ।