গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তালুক শিমুলতলী এলাকার একটি পরিবারকে হয়রানীর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাব হলরুমে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ওই ঘটনায় সুমা বেগম বুধবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর প্রেসক্লাবে এসে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে জানান।
উপজেলার শিমুলতলী এলাকার নূরু মিয়া নামে এক ব্যক্তি গত ৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বড়ইতলী এলাকার রতন কুমার সাহা ওই পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে তার প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দায়েরের অপচেষ্টা করছে।
এ ব্যাপারে মৃত- নুরু মিয়ার স্ত্রী সুমা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় রতন কুমার সাহা বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের
করেছেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত- নুরু মিয়ার স্ত্রী সুমা বেগম, ছেলে আরিফ হোসেন ও ভাই নজরুল ইসলাম,সূত্রাপুর ইউনিয়ন পরিষদেও সদস্য (মেম্বার) মতিয়ার রহমান প্রমুখ।