গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকোর ইন্ডাষ্টিয়াল পার্কের শ্রমিকেরা ৫ম দিনে ও সোমবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন।
শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তিন শতাধিক শ্রমিক প্রথমে
সকাল সাড়ে ৮টা থেকে কালিয়াকৈর- নবীনগর সড়ক অবরোধ করে রাখায়যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা। তবে অনেক যানবাহন বিকল্প সড়ক দিয়ে যাতায়াতের চেষ্টা করছে।
কারখানার শ্রমিকেরা বলেন, গাজীপুর মহানগরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাষ্ট্রিয়াল পার্কের মালিক সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ার পর থেকেই
প্রতি মাসেই শ্রমিকেরা আন্দোলন করে বেতন আদায় করতে হচ্ছে।
গত কয়েক মাসের মতো চলতি মাসেও অক্টোবরের বেতনের দাবিতে গত বৃহস্পতিবার থেকে শ্রমিকেরা আন্দোলন শুরু করেছেন।
তবে শিল্প–পুলিশ, থানা-পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ম্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন।
বেক্সিমকোর শ্রমিক জযনাল বলেন, ‘কয়েক মাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাচ্ছি না। বেতনের জন্য গত পাঁচদিন ধরে সড়কে। বেতনটা সময় মতো পেলে কেউ আর আন্দোলনে যাবে না।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে আজও শ্রমিকেরা সড়কে অবরোধ করেছে।
ঘটনাস্থলে পুলিশ, যৌথ বাহিনী গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সর