মুহাম্মদ বিপুল হোসেন, জামালপুর
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে জামালপুর জেলা বিএনপির ব্যানারে পদযাত্রাটি শহরের বাইপাস মোড় থেকে শুরু হয়ে শফি মিয়ার বাজারের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে এক সমাবেশের আয়োজন করে দলটি।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।
বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ ও পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।