গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকায় শুক্রবার সকাল থেকে গভীর জঙ্গলের একটি গাছের ডালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পুড়া ঝুলন্ত লাশ ঝুলছে।
বিকেলে স্থানীয়রা ওই বনের ভেতরের পথ দিয়ে হেটে যাওয়ার সময় গাছের ডালে ঝুলে থাকা লাশটি দেখতে পান। পরে কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেন। ঝুলন্ত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুড়া লঙ্গি দিয়ে মুখ বাধা রয়েছে রয়েছে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গলাচিপা গহীন জঙ্গলের ভেতর শুক্রবার বিকেলে স্থানীয়রা একটি গজারী গাছের ডালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লুঙ্গি দিয়ে মুখ বাধা পুড়া লাশ উলঙ্গ অবস্থায় ঝুলে থাকতে দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়েছেন।
কালিয়াকৈর থানা ওসি রিয়াদ আহমেদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।