গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় বুধবার সকালে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নামক ঔষধ তৈরি কারখানায় বেতন বৃদ্ধিসহ ২৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কর্মরত শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশেই যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মহাসড়কে এসময় ৪ ঘন্টাপর যানচলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দৈনিক হাজিরাসহ স্থায়ীভাবে শ্রমিকরা কাজ করে আসছে। তবে বেতন কম থাকায় বর্তমান বাজারে এ বেতনে চলতে শ্রমিকদের কষ্ট সাধক হয়ে উঠছে। কারখানা কতৃপক্ষকে একাধিকবার বলার পরেও বেতন বৃদ্ধিও কোন উদ্যোগ না নেয়ায় বুধবার সকাল থেকেই কর্মবিরতি রেখে কারাখানার ভিতর বিক্ষোভ করছে শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা মেইন গেইট খুলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে দুই পাশেই যানচলাচল বন্ধ হয়ে গেলে দূর্ভোগে পরে সাধারন যাত্রীরা। পরে গাজীপুর শিল্প পুলিশ ২ কালিয়াকৈর জোন ও সেনাবাহিনী এসে শ্রমিকদের বুঝিয়ে নিয়ে মহাসড়কে থেকে সড়িয়ে দেয়। পরে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি গুলো সমাধান করা হবে এই মর্মে শ্রমিকরা আন্দোলন তুলে নেয়।
ইবনে সিনা ফার্মাসিটিক্যাল কারখানার ইউডিডি আব্দুল খালেক জানান, কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি দাওয়া পর্যায়ক্রমে মেনে নেয়া হবে। এই মর্মে শ্রমিকরা আন্দোলন তুলে নেয়।
কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার বলেন, কেজুয়ালী শ্রমিকদের কিছু দাবি মেনে নেয়া হয়েছে। অর্থনৈতিক দাবি গুলো বৃহস্পতিবার কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, সকালে মহাসড়কের অবরোধের খবর পাই পরে ঘটনাস্থলে এসে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে সমাধান করা হয়।