বিজয়নগরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে ঐক্যবদ্ধ ৯ মেম্বার
ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর উপজেলাস্থ পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: তাজুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে উক্ত ইউনিয়ন পরিষদের ৯ জন মেম্বার সম্মিলিতভাবে স্বাক্ষর করে তার বিরুদ্ধে অনাস্থার আবেদন করে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই আবেদন পত্র প্রেরণ করেন। এসময় তারা একটা প্রতিবাদ সমাবেশও করেন।
তার বিরুদ্ধে কাজ না করেও ইউনিয়ন পরিষদে কাজ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া বাড়ি বাড়ি ঝগড়া-ফাসাদ লাগিয়ে নিজের ফায়দা লোটবার অভিযোগও রয়েছে।
উক্ত পরিষদের মেম্বারগন সম্মিলিতভাবে বলেন, আমাদের দাবী হল- মাননীয় নির্বাহী কর্মকর্তা (টিউনো) আমাদের আবেদন কে গ্রহণ করে তাজুল ইসলাম কে পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করবেন।
উক্ত পরিষদের মেম্বার ফারুক আহমাদ বলেন, এলাকায় যত কাজ আসতো তার ৯০ভাগ সে আত্মসাৎ করে ফেলতো। এলাকায় উন্নয়নমূলক কোনো কাজই সে করেনাই। তার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। তাই আমরা ৯ মেম্বার মিলে তার প্রতি অনাস্থার স্বীকার হয়ে অপসারণের জন্য টিউনো স্যারের কাছে লিখিতভাবে আবেদন করেছি। আমাদের এই আবেদন যেনো সর্বভাবে গৃহীত হয় স্যারের কাছে বারবার অনুরোধ করেছি। স্যার আমাদেরকে সঠিকভাবে তদন্ত করার আশ্বাস দিয়েছেন।
দাবী হলো বিজয়নগর উপজেলার নেতৃস্থানীয় প্রতিভাবান বিশিষ্ট আলেম মুফতি রহমতুল্লাহ কাসেমী বলেন, আমরা চাই দূর্নীতি ও দু:শাসন মুক্ত, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল প্রতিষ্ঠা হোক। এবং মানুষের মৌলিক চাহিদা খাদ্য, শিক্ষা, বাসস্থান ও যাতায়াত সুবিধা সহ ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দকৃত কাজগুলোর বাস্তবায়ন অতিশীঘ্রই হোক।
তিনি আরও বলেন, আমরা চাই আগামীতে আমাদের চেয়ারম্যান পদে এমন প্রতিনিধি আসুক যারা দূর্নীতিমুক্ত থাকবে। এবং নিজেদেরকে এলাকার মানুষের কল্যাণে বিলিয়ে দেবে। তাজুল ইসলাম চেয়ারম্যানের মতো ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে নিজের ফায়দা না লুটে। এমন একজন মানবতা বোধ চেয়ারম্যানই আমরা প্রত্যাশা করি।