গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব বিশ্বাসপাড়া আদর্শনগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসে শনিবার (১৭ আগস্ট) সকালে ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ইমা আক্তার (১৫) মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
নিহত ওই কিশোরী হলেন নরসিংদী জেলার বাধবদী উপজেলার দক্ষিন নোয়াকান্দি গ্রামের লাল মিয়ার মেয়ে। ওই কিশোরী স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। নিহত ইমা তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। পরে খবর পেয়ে বিশ্বাসপাড়া আদর্শনগর এলাকার মোশারফ হোসেনের বাড়ির দুতলার একটি কক্ষ থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, নিহত ইমা ৫ মাস আগে বোনের বাড়িতে ছয় মাসের ভাগ্নেকে লালন পালন করার জন্য বেড়াতে আসে। নিহতের বোন শাহানাজ বেগম ও তার স্বামী আমানউল্লাহ স্থানীয় পোষাক তৈরি কারখানায় চাকরী করেন। শনিবার সকালে প্রতিদিনের মতো নিহতের বোন ও বোন জামাই কারখানায় চলে যায়। এদিকে সকাল ১১ টার দিকে পাশের কক্ষের ভাড়াটিয়ারা ওই কক্ষ থেকে বাচ্চার করুন কান্না শুনতে পায় এসময় দরজা খুলে প্রতিবেশিরা দেখেন ফ্যানের সাথে ইমার ঝুলন্ত লাশ। পরে নিহতের বোন ও বোন জামাইকে খবর দিলে তারা বাসায় এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ইমা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এস আই আবুল কালাম আজাদ বলেন, ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে ইমা নামের কিশোরী আত্মহত্যা করে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।