সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ ও গণ মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের গেইটপাড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, জেলা যুবদলের আহবায়ক সজিব খান প্রমুখ।
এ সময় বক্তারা গণ হত্যাকারী স্বৈরাচার খুনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শাস্তির দাবি করেন। পাশাপাশি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে তাদের নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
সমাবেশ শেষে এক গণমিছিল বের করা হয়। মিছিলটা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।