গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রীফলতলী বাইপাস সংলগ্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক এর পাশ হতে বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে অজ্ঞাত যুবক (৪০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
দুপুরের দিকে স্থানীয়রা অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে কালিয়াকৈর থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই যুবকের পড়নে ছিলো শুধু চেক লুঙ্গী।
স্থানীয়রা আরো জানান, নিহত ওই যুবকটি ভবঘুরে ছিলেন। কয়েক সপ্তাহ যাবত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আসে পাশ দিয়েই সব সময় ঘোরাফেরা করতেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক ফ্যান্সি বিশ্বাস জুয়েল জানান, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জনা গেছে নিহত অজ্ঞাত ব্যক্তিটি ভবঘুরে ছিলেন। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।