গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভুলুয়ার রংপুর টেক নামক এলাকায় রোববার সকালে অবৈধভাবে গড়ে উঠা ১৩টি স্থাপনা গুড়িয়ে দিল বন কর্মকর্তারা।
এলাকাবাসাী ও বন কর্মকর্তারা জানান, ওই এলাকায় কয়েক মাস আগে কিছু অসাধু বনের ভুমি জবর দখলকারীরা বনের জমি দখল করে ১৩টি স্থাপনা গড়ে তোলেন। এরকম খবর পেয়ে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একদল বন কর্মকর্তারা অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা মো: মতলব হোসেনের একটি টিন সেট ঘর, আব্দুর রহিম মিয়ার একটি টিন শেড ঘর, মাহিম মিয়ার একটি টিন সেট ঘর, আব্দুর রশিদের একটি টিনশেড ঘর, মো: সামাদ মিয়ার একটি টিনসেড ঘর, আব্দুল করিমের একটি টিন সেড ঘর, সাইফুল ইসলামের একটি ঘর, রাশিদা আক্তারের একটি ঘরসহ ১৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তিন একর জমি উদ্ধার করেন। পরে উদ্ধার হওয়া জমিতে সৃজনশীল বাগান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম বলেন, দীর্ঘদিন ধরে রংপুরের টেক এলাকায় কতিপয় ব্যক্তি বনের জমি দখল করে ঘরবাড়ী নির্মাণ করে দখল করে নেয়। এরকম খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সেখানে প্রায় তিন একর জমি উদ্ধার করে বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে বনের জমি দখল করে নেওয়া সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাগান করা হবে।