গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার টান সূত্রাপুর এলাকা থেকে মঙ্গলবার (৪ জুন) দুপুরে বন্ধ ঘর থেকে হুমাইয়ুন কবির লিটন (৪২) নামের পোষাক কারখানার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই পোষাক শ্রমিক হলেন যশোর ঝিকড়গাছা উপজেলার কাউরিয়া রাজাপুর গ্রামের মৃত আলী সরদারের ছেলে। নিহত ব্যক্তি সিরাজুল ইসলামের চারতলা ভবনের ছাদের চিলেকোঠায় ভাড়া থেকে স্থানীয় জিএমএস নামক পোষাক তৈরি কারখানায় চাকুরী করতেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, হুমাইয়ুন চারতলা ভবনের ছাদের কক্ষে একাই ভাড়া থাকতেন প্রতিদিনের মতো কারখানায় ডিউটি শেষ করে রাতের খাবার খেয়ে ওই কক্ষে ভিতর থেকে দরজা আটকিয়ে ঘুমিয়ে ছিলেন। এদিকে মঙ্গলবার দুপুরের দিকে বাসার অন্যন্য ভাড়াটিয়ারা দরজা বন্ধ থেকে তাকে ডাকতে গেলে অনেক ডাকা ডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানায়। এদিকে বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয় বাড়ির মালিক। পরে খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে হুমাইয়ুনের লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘুমের মধ্যে স্টোক জনিত কারনে তার মৃত্যু হতে পারে। কয়েকদিন যাবত তিনি অসুস্থ ছিলেন।
কালিয়াকৈর থানার সেকেন্টে অফিসার আজিম জানান ঘরের দরজা ভেঙ্গে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে স্টোক করেছেন। নিহতরে স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।