গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োাজনে শনিবার সকালে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন সাইদুর রহমান প্রমুখ।
প্রদর্শনীতে ৪২ টি ষ্টল বসানো হয়। এর মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জনকে পুরস্কৃত করা হয়।