ত্রিশ হাজার টাকা জাতীয় ন্যুনতম মজুরি,রেশনসহ সামাজিক সুরক্ষা এবং আইনানুগ অধিকার আদায়ে জোরদার করুন “এই প্রত্যয়ে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব চান্দরা পাষা গেইট এলাকায় এম হাবিজ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর উপজেলা সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম.এম আকাশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, জালাল হাওলাদার, এনামুল হক মনি, সোহেল রানা জীবন, মাহফুজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন বর্তমান যে বাজারের অর্থনৈতিক অবস্থা। নিত্যপণ্যের দাম তাতে করে একজন শ্রমিকের বেতন ৩০ হাজার টাকা করি উচিত। এছাড়াও রেশন কার্ড চালু করতে হবে। আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস অথচ কিছু কিছু কারখানা আজকেও চালু রেখেছে। একজন শ্রমিকের তার ন্যায্য অধিকার আবশ্যই পরিশোধ করতে হবে।