গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের কবলে পড়ে সজিব সরকার(৩৮) নামের মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন ।এ ঘটনায় দুই ডাকাত সদস্যকে গনপিটুনি দিয়ে পুলিশে সৌপর্দ করেছেন এলাকাবাসী ।বৃহস্পতিবার রাতে ৮ টার দিকে উপজেলার হাটুরিয়া চালা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত ওই যুবক হলেন উপজেলার বোয়ালী ইউনিয়নের বাগচালা গ্রামের মুস্তাফিজুর রহমান মুক্তারের ছেলে ।সে মাটির ব্যবসা করতেন ।এ ঘটনায় রয়েল হোসেন নামের আরেক ব্যবসায়ী আহত হয়েছেন ।
আটককৃত ডাকাতরা হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার হাটগাড়ী গ্রামের আসাদুল শেখের ছেলে সোহেল রানা(২৩) ,অপর এক ডাকাতের নাম ঠিকানা তাতক্ষনিক পাওয়া যায়নি। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহৎস্পতিবার রাতে আটটার দিকে সজিব সরকার ও রয়েল হোসেন মোটর সাইকেল যুগে জামালপুর বাজার থেকে ব্যবসায়ীক কাজে হাটুরিয়াচালা বাজারের দিকে যাচ্ছিলেন এসময় জামালপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের হাটুরিয়াচালা পূর্বপাড়া এলাকায় আসলে ১০ থেকে ১৫জন ডাকাতের কবলে পড়েন ।
এসময় নিজেদের বাচাঁতে দুই ব্যাবসায়ী মোটরসাইকেল টি পাশের বনের ভিতর ডুকে যায় ।এসময় সামনে আপর কোন রাস্তা না থাকায় রয়েল দৌড়ে পাশের ধান ক্ষেতে লাফিয়ে পরে গ্রামবাসীর কাছে সাহায্য চেয়ে ডাকাত ডাকাত বলে চিল্লাতে থাকেন। এদিকে সজিবকে একা পেয়ে ডাকাতরা মারধোর করতে থাকেন।
এসময় আসে পাশের গ্রামবাসী এসে দুই ডাকাতকে আটক করলেও অপর সহযোগী ডাকাতরা ঘটনাস্থল কে পালিয়ে যায় ।এসময় সজিবের কাছে থাকা নগত ৭০ হাজার টাকা ,এন্ড্রোয়েট মোবাইল ফোন কেরে নেয় ডাকাতরা।পরে গ্রামবাসীর সহযোগীতায় সজিবকে আহত অবস্থায় উদ্ধার করে সফিপুর র্মডান হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।
কালিয়াকৈর থানার ওসি(অপারেশন) মোঃ যোবায়ের জানান দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে ।লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্ততি চলছে ।মৃত্যুর বিষয়টি ডাকাতের হামলা না গনপিটুনি তা তদন্ত করে জানা যাবে ।