গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন লৌহাকৈর পূর্বপাড়া এলাকায় অবৈধভাবে ভুমি দখল করার চেষ্টা ও হামলাকারী গনের মিথ্যা সংবাদ সম্মেলনে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার,হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা ।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মামলার বাদী আকলিমা বেগম,শরিফা আক্তার,আব্দুর রাজ্জাক মিয়া,আয়শা আক্তার,আল আমিন হোসেন প্রমুখ ।এসময় বক্তারা বলেন গত ১৪ ই র্মাচ দুপুরে স্থানীয় বাসিন্দা রেজাউল করিমের নেতৃত্বে ২০ থেকে পচিশ জন্য ব্যক্তি পৈত্রিক ৮ শতাংশ ভুগ দখলকৃত জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করেন।
জমিটি রেজাউলের মামতো বোনের নামে তার মামাতো বোনেরা ঘটনার দিন জমির সিমানা প্রাচির মেরামতের সময় তারা বাধা প্রদান করলে ।এসময় রেজাউলের সাঙ্গ পাঙ্গরা তাদের উপর হামলা চালায়। এসময় শিশু নারীসহ ৭জন আহত হয়।
ঘটানার দিন বিকালে আকলিমা বেগম বাদি হয়ে কাশিমপুর থানায় মামলা করেন ।কিন্তু এ ঘটনার দুইদিন পর হামলাকারীরা একটি সংবাদ সম্মেলন করেন যা ভিত্তিহিন ও মিথ্যা বনোয়াট।
এ ঘটনার পর কেও গ্রেফতার না হওয়ায় খুব প্রকাশ করেন ভুক্তভুগি পরিবার ।বক্তারা আরো জানান অতিলম্বে ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ।
উল্লেখ্য গত ১৪ মার্চ শুক্রবার দুপুরে আকলিমা ও তার বোনেরা মায়ের ওয়ারিসকৃত ৮ শতাংশ জমি যা প্রায় ত্রিশ বছর ধরে ভোগদখল করে আসছেন।
ওইদিন জমির সিমানা প্রাচির একাংশ ভেঙ্গে যাওয়ায় র্পূনরায় মেরামত করতে গেলে রেজাউল করিম ও তার সাঙ্গ পাঙ্গরা কাজে বাধা প্রদান করেন এসময় রেজাউলরা তাদের উপ হামলা চালায় এ সময় আকলিমা ও তার বোনসহ ৭জন আহত হন ।