গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর নামাশুলাই এলাকায় শনিবার সকালে কালিয়াকৈর টু মাওনা আঞ্চলিক সড়কে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য।
নিহত সিএনজি চালক হলেন জামালপুর জেলার সদর উপজেলার সুনিয়াটেক গ্রামের চাঁন মিয়ার ছেলে।সে টান কালিয়াকৈর এলাকায় ভাড়া থেকে সিএনজি চালাতো।অপর নিহত দুই জনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত একজন পুরুষ অন্যজন নারী। পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর ও নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাক সহ তিনজনের লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ।এ ঘটনায় এমদাদুল ইসলাম নামের পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।আহত ওই পুলিশ কনস্টেবল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শনিবার সকালে সাড়ে আটটার দিকে ৪ জন যাত্রী নিয়ে মাওনা থেকে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন সিএনজি এসময় মাওনা গামী ইট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটলে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।এসম সিএনজিটি দুমরে মুচড়ে যায়।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
কালিয়াকৈর থানার এসআই কামরুল ইসলাম বলেন তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে একজনের পরিচয় পাওয়া গিয়েছে ওপর দুইজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে ট্রাকটিকে জব্দ করা হয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন