:গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার ও মহল্লার ইজারা প্রদান করা হয়েছে। এই ইজারা পেয়েছেন কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন (হামিদী)।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই ইজারা প্রদান করা হয়েছে। চন্দ্রা ত্রিমোড় ও হরতকীতলা এলাকা ডাইনকিনি বাজারের বিভিন্ন মহল্লার কাঁচাবাজার ও ভ্রাম্যমাণ দোকান চান্দরা (পল্লীবিদ্যুৎ) বিভিন্ন এলাকায় (মহাসড়কের যায়গা বাদ দিয়ে) গড়ে উঠা কাঁচা বাজার ও ভ্রাম্যমান দোকান বাংলা
১৪৩২ সালের ১ বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত, অর্থাৎ এক বছরের জন্য এই ইজারা দেওয়া হয়েছে। কালিয়াকৈর পৌরসভা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করে। এই প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠান সীলমোহরকৃত খামে দরপত্র জমা দেন। পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হামিদী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ দরপত্র প্রদানকারী হিসেবে নির্বাচিত হন।
জাকির হোসেন হামিদীর। ইজারা পাওয়ার পর জাকির হোসেন হামিদী বলেন, “আমি কালিয়াকৈর পৌরসভার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আনন্দিত। আমি চেষ্টা করব, এই বাজার ও মহল্লাগুলোর সুষ্ঠু পরিচালনায় অবদান রাখতে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও পৌরসভার দিকনির্দেশনা মেনে আমি কাজ করব।
কালিয়াকৈর পৌরসভার একজন কর্মকর্তা জানান, “আমরা আশা করি, জাকির হোসেন হামিদী তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আমাদের লক্ষ্য, পৌর এলাকার বাজারগুলো আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করা। আমরা ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখেছি। “স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নতুন ইজারাদারের অধীনে বাজারগুলোর পরিবেশ উন্নত হবে এবং তারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন।
তারা আরও আশা করেন, বাজারগুলোতে নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় থাকবে। এই ইজারা কালিয়াকৈর পৌরসভার অর্থনৈতিক কর্মকাণ্ডে একটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।