উচ্চমাত্রার প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং শোভন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রপ্তানি বহুমুখীকরণ বাংলাদেশ সরকারের অন্যতম একটি লক্ষ্য আর এরই অংশ হিসেবে বানিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব ব্যাংকের অর্থায়নে এক্সপার্ট কম্পেনিটিভনেস ফর জবস শীর্ষক ফ্লাগশিপ প্রকল্প বাস্তবায়নের কালিয়াকৈর হাইটেক সিটিতে এর শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এর শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি। এসময় উপস্থিত ছিলেন বানিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন ক্রান্তি ঘোস, টিপু মুন্সি, গাজীপুর সিটি মেয়র এড জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, কালিয়াকৈর থানা ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, কালিয়াকৈর পৌর মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার, যুবলীগের সভাপতি হিরু মিয়া,উপজেলা মহিলা আ,লীগের সভাপতি হাসিনা খালেক, পৌর মহিলা আ’লীগের সভাপতি নাজমা বেগম পৌর যুব মহিলালীগের আহবায়ক রুপালি আক্তার রুপা সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃদ্ধ।