গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে কালিযাকৈরে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা।
তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে চন্দ্রা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা ।এসময় পতীত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লেগান দিতে দেখাযায়।
এসময় বক্তব্য রাখেন মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের প্রভাসক শেখ ফরিদ,জাতীয় নাগরীক কমটির কালিয়াকৈর উপজেলা সদস্য সুমন বাড়ই ,ছাত্র প্রতিনিধি মাহিন রহমান,মোঃ মনির ইউসুফ ,মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আরজু আহমেদ তিব্র,তানিসা রহমান,ফারজানা জান্নাত প্রমুখ ।
শিক্ষার্থীরা জানায়, যে পর্যন্ত পতীত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগ কে নিষিদ্ধ করে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি বর্ষণকারীদের গ্রেফতার করা না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান,গাজীপুরে আন্দোলন কারীদের হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে।