গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা কারিগড়পাড়া এলাকায় বুধবার দুপুরে বাৎসরিক ছুটির টাকা,বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতী রেখে বিক্ষোভ করেছে চন্দ্রা স্পিনিং কারখানার শ্রমিকরা । এসময় শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চাইলে ওই কারখানার ইউটিলিটি ইঞ্জিনিয়ার নাজমুল হাসান(৪০)সহ আরো ৬ কর্মকর্তাকে পিটিয়ে আহত করে বিক্ষোপ্ত শ্রমিকরা ।খবর পেয়ে আহত কর্মকর্তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ ।
আহত অপর কর্মকর্তারা হলেন সিকিউরিটি অফিসার শাহলম মিয়া,নিরাপত্তাকর্মী সাখাওয়াত হোসেন,ইলেকট্রিশিয়ান শাহেনশাহ চৌধুরী,মমরেজ হোসেন,রাজু আহমেদ ও সারমিন সুলতানা ।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় বুধবার দুপুর দুইটার দিকে বাৎসরিক ছুটির টাকা ও বেতন বৃদ্ধির দাবিতে র্কমবিরতি রেখে কারখানার মূল ফটকে বিক্ষোভ করে শ্রমিকরা । এসময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে হামলা করে শ্রমিকরা, এসময় ৭ জন আহত হয়।পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাদের উদ্ধার করে হাসপতালে পাঠায় ।
এদিকে আগামী শনিবার কারখানা কতৃপক্ষের সাথে শ্রমিকদের বৈঠক করে শ্রমকিদের দাবির বিষয়ে সমাধান করার আশ্বাস দিলেও শ্রমিকরা এতে মানতে নারাজ ।পরে বিকাল চারটার দিকে শনিবার পর্যন্ত র্কমবিরতি থাকবে এই র্কমসূচি দিয়ে শ্রমিকরা কারখানা ত্যাগ করেন ।এ ঘটনায় কারখানার সামনে নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন রয়েছে ।
কারখানার মালিক মঞ্জুর আলী বলেন শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুভ করেছে ।এসময় ৭জন স্টাফকে পিটিয়ে আহত করেছে শ্রমিকরা ।শনিবার সমাধান করার কথাি ছিলো শ্রমিকরা না মেনে চলে যায় ।
কালিয়াকের থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন শ্রমিক বিক্ষোভ এর ঘটনায় কয়েকজন আহত হয়েছেন ।শনিবারে কারখানা কতৃপক্ষের সাথে বৈঠক করে শ্রমিকদের দাবীর বিষয়টি সমাধান করা হবে ।