গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া এলাকায় গরু চোরের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গরু চুরির ভয়ে অনেকেই গোয়াল ঘরেই রাত্রি যাপন করে গরু পাহারা দিচ্ছেন। ওই এলাকার কৃষকদের শেষ সম্বল গরু চুরির ভয়ে হতাশায় দিন কাটাচ্ছেন তারা। রাত নামলেই ওই এলাকায় গরু চুরির আতংক ছড়িয়ে পড়ে।
জানা যায়, উপজেলার নলুয়া এলাকায় গত এক মাসে প্রায় ১১টি গরু চুরি হয়েছে। হত দরিদ্র মানুষ গুলো অনেক কষ্টে দুই একটা গরু পালন করে। অনেক বেকার যুবক ও কর্ম সংস্থানের শেষ প্রচেষ্টা হিসাবে গরু পালন করে আসছেন। একের পর এক চুরি হওয়া সত্তে¡ও প্রশাসন নীরব ভুমিকা পালন করছে।
উপজেলা প্রশাসন তথা স্থানীয় প্রশাসনের নেই কোন উদ্যোগ। এ পর্যন্ত গত এক মাসে ১১টি গরু চুরি হয়েছে যার মৃল্য প্রায় ১৮ লাখ টাকা। গোসাইবাড়ী এলাকার শাজাহান মিয়ার ৪টি গরু যার মৃল্য ৪ লাখ টাকা। একই এলাকার শাজাহান আলীর ৩টি গরু যার মৃল্য ৬লাখ টাকা। নলুয়া এলাকার রুবেল মিয়ার ৪টি গরু যার মৃল্য ৭লাখ টাকা।
এরই মধ্যে নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরু চোর রোধে সচেতনামুলক আলোচনা সভা করেছে ভুক্ত ভোগী স্থানীয় কৃষক ও খামারীরা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, অবঃ সিনিয়র ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির, অবঃ প্রাপ্ত পুলিশ মোনায়েম খান, এডভোকেট আতাউর রহমান আকাশ প্রমুখ। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, গরু চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।