দাবি আদায়ের আন্দোলনে একটি কারখানার শ্রমিকদের সাথে অন্য একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেয়ায় বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গা চালা এলাকায় ল্যাভেন্ডার র্গামেন্টস লিমিটেড কারখানায় হামলা চালিয়ে বেপক ভাংচুর করেছে বহিরাগত শ্রমিকরা ।
এসময় ওই কারখানার দুই নিরাপত্তাকর্মী আহত হয় ।এসময় বহিরাগত শ্রমিকরা ওই কারখানার মুল ফটক , দুটি এসি ,চারটি মোটরসাইকেল সহ কারখানার বিভিন্ন কক্ষের গøাস ভাংচার করে ।
আহত দুই শ্রমিককে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।পরে কারখানাটি ছুটি ঘোষনা করেন কতৃপক্ষ ।এদিকে নিরাপত্তা জোরদারে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ।
এলাকাবাসী ,কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্র জানায় উপজেলার মৌচাকের বিভিন্ন স্থানে রাত হলেই বাড়ে ছিনতাই আতঙ্ক ।মৌচাক,তেলিরচালা,দোকানপাড় এলাকাসহ এসব স্থানে প্রায় ছিনতাইকারীর কবলে পড়েন র্কমরত বিভিন্ন কারখানার শ্রমিকরা । এসব কারখানা রাতে ছুটির পর শ্রমিকদের র্নিজনস্থানে পেলেই ছিনতাইকারীরা শ্রমিকদের টাকা পয়সা মুল্যমান জিনিসপত্র লুট করে ।
প্রায় সময় আহতের ঘটনাও ঘটে ।গত সোমবার রাতে আনুমানিক রাত সাড়ে দশটার দিকে ছুটি শেষে বাসায় ফিরছিলেন লিবাস কারখানার এক শ্রমিক ।এসময় মৌচাক লৌাহাকৈর রোডের মাথায় আসলে ওই শ্রমিককে একা পেয়ে ছিনতাইকারীরা তার উপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে আহত করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় ।
এ ঘটনার জের ধরেই মঙ্গলবার বিকালে নিরাপত্যার দাবিতে ওই কারখানার শ্রমিকরা র্কমবিরতি রেখে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।এসময় শ্রমিকরা আসে পাশের কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেয় ।পরে আসে পাশের সব কারখানা ছুটি ঘোষনা করেন ।
এদিকে মৌচাক কামরাঙ্গাচালা এলাকার এটিএস এপারেলস এর শ্রমিকরা ল্যাভেন্ডার গার্সেন্টস এর গেইটে গিয়ে তাদের সাথে আন্দোলনে যোগ দিতে ওই কারখানার শ্রমিকদের আহবান করলে ।
এসময় কারখানার কর্মর্কতারা ও নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের লাঠি পেটা করে ধাওয়া দিলে শ্রমিকরা ফিরে আসেন ।এদিকে বুধবার সকালে ওই ঘটনার জেরে এটিএস কারখানার শ্রমিকরা রড,হাতুরি লাঠি সোটা দিয়ে ল্যাভেন্ডার গার্মেন্টেস এ হামলা চালিয়ে কারখানার মূল ফটক ভাংচুর করে ভিতরে প্রবেশ করে কারখানার দুটি এসি, চারটি মোটরসাইকেল সহ বিভিন্ন কক্ষের কম্পিটার ও গ্লাস বেপক ভাংচুর করে ।
এসময় ওই কারখানার দুই নিরাপত্তাকর্মীও আহত হয় ।পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহীনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন গতকাল বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক হয় ।এর জের ধরেই আজকে সকাল সাড়ে নয়টার দিকে বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে বেপক ভাংচুর করে ।
ঘটনার খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারখানার এইচ আর এডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে এর সঙ্গে আরও নানা ধরনের কারণও থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম বলেন, মঙ্গলবার শ্রমিকরা আন্দোলন করে। ওইসব শ্রমিকদের সঙ্গে লেভেন্ডার গার্মেন্টসের শ্রমিকরা যোগ দেয় নাই ,যার কারণে আজকে বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কারখানায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে